সমান্তরাল

সেলিম মোহাম্মেদ

গেরস্থের গরু হারিয়ে গেলে নাকি তাঁর মাথা এতোটাই এলোমেলো হয়ে যায়, যে সে স্ত্রীকে মা আর মেয়েকে বোন ডাকতে শুরু করে। আমাদের দেশের রাজনৈতিক নেতাদের কথা শুনলে কিছুটা সেই গরু হারানো গেরস্থের মতোই মনে হয়। প্রভা’কে একটা কল করে দেখি ওর কি অবস্থা!

⭐ কেমন আছো প্রভা?
⭐ ভালো আছি তবে খুব ব্যস্ত সময় কাটাচ্ছি, বুঝতেই পারছো দেশে অনেকগুলো বড় বড় প্রজেক্টের কাজ শেষ, এখন একটার পর একটা শুধু উদ্বোধন করা হচ্ছে, তাই খুব ব্যস্ত সময় পার করছি। অবশ্য এসব উন্নয়ন তোমার মতো ক্রিটিকরা দেখতে পাবেনা, তবে দেশের মানুষরা দেখছে।


⭐ যাক শুধু ক্রিটিক বলেছো ভাগ্যিস রাজাকার বলোনি!????
⭐ ক্রিটিক বলছি কারণ আমাদের এই উন্নয়ন গুলো তোমাদের চোখে পড়ে না, বিএনপি এ দেশে বাজেট দিয়েছে এক লক্ষ কোটি টাকার নিচে, আর আমরা বাজেট দেই ৫/৬ লক্ষ কোটি টাকার, ওদের সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৭/৮ বিলিয়ন ডলার আর আমাদের সময় সেটা দাড়িয়েছে ৪৮ বিলিয়ন, তারপরও তোমরা আমাদের সমালোচনা করতে এক বিন্দুও কার্পণ্য করোনা।


⭐ এক নিঃশ্বাসে অনেক গুলো কথা বলে ফেললে, শুনে বেশ খুশী হলাম কারণ কথাগুলো মন্দ বলোনি! তবে বন্ধু এসব হিসাব সাধারণ মানুষ না বুঝলেও আমরা কিন্তু বুঝি, আর এই বুঝি বলেই কিছুটা ক্রিটিক্যাল হয়ে যাই। বিএনপি যখন লক্ষ কোটি টাকার কম বাজেট দিতো, তখন এক কেজি চাল ছিল মাত্র ১২/১৫ টাকা, এখন সেই এক কেজি চাল ৬০/৭০ টাকা, প্রতিটি ক্ষেত্রেই মূল্য এভাবে বেড়েছে, অতোএব বাজেটেও সেটাই ঘটেছে, এখানে উন্নয়নের কি আছে তা আমার বোধগম্য নয়।


⭐ এসব তোমাদের বোধগম্য নয় বলেই তো নেত্রী বলেছে সব বন্ধ করে দিলে এবং আগের জায়গায় নিয়ে গেলে তোমরা বুঝতে পারবে উন্নয়ন কতোটা হয়েছে! পাশাপাশি এটাও বুঝতে পারবে বিএনপি তোমাদেরকে কি অবস্থায় রেখেছিল!


⭐ প্রভা তোমার নেত্রীর তো গরু হারিয়ে গেছে তাই মুখে যা আসে তাই বলে। পৃথিবীর কোন দেশের রাষ্ট্রপ্রধানরা এই ভাষায় কথা বলেনা, এমনকি রাজতন্ত্রে রাজা রানীরাও এই ভাষায় কথা বলে না, কারণ ঐ রাজ পরিবারের খরচটাও দেয়া হয় দেশের জনগণের দেয়া টেক্সের টাকা থেকে। অর্থাৎ রাষ্ট্রপ্রধান কিংবা রাজপরিবারের টাকায় দেশের মানুষ খায় না উল্টো তাদের সবকিছু চলে জনগণের দেয়া টাকায়। পৃথিবীর সকল দেশের রাষ্ট্রপ্রধানরা এই কথাটা বুঝে বলেই গরু হারানো গেরস্থের মতো উদ্ভট আচরণ করে না যেমনটা তোমার নেত্রী করে।


⭐ দেখো শুভ এতগুলো বড় বড় প্রজেক্ট করা হলো নিজেদের টাকায়, সেটা তোমরা দেখনা কিন্তু রিজার্ভ কিছুটা কমেছে তাতেই তোমাদের যতো সমস্যা, আচ্ছা কাজ করলেতো টাকা খরচ হবেই তাই না?


⭐ প্রভা প্রথমত রিজার্ভের টাকা এসব কাজের জন্য নয়, দ্বিতীয়ত বাংলাদেশের একটি প্রজেক্টও নিজেদের টাকায় করা হয়নি, যদি নিজেদের টাকায় করা হতো তাহলে বিএনপির রেখে যাওয়া ছয় হাজার টাকার ঋণের বোঝা শোয়া লক্ষ টাকা হতো না। একদিকে তোমরা ঋণের বোঝা বাড়িয়ে নিয়ে গেলে ছয় হাজার থেকে সোয়া লক্ষ টাকায়, আবার রিজার্ভের টাকাটাও নিয়ে এলে একেবারে তলানিতে, এ অবস্থাটা বুঝতে কি আর কষ্ট হয় যে উন্নয়নের নামে দেশটাকে কোথায় নিয়ে দাড় করিয়েছো? তার উপর আবার বলছো সব বন্ধ করে দিবে! হ্যা বন্দ করে দাও না! তার আগে মাথা পিছু ঋণের বোঝাটা নিয়ে আসো আগের জায়গায়, গ্যাস/বিদ্যুৎ/চাল/ডাল নিত্য পণ্যের মূল্য নিয়ে আসা হোক আগের জায়গায়,পারবে তেমনটা করতে? একটা কথা মনে রাখা উচিৎ কোন সরকার তাঁদের পকেটের টাকা দিয়ে দেশ চালায় না, উল্টো তাঁদের সকল খরচ দেশের মানুষ চালায়, তাই জনগণের ধমকি সরকারের হজম করতে হয়, অথচ তোমাদের নেত্রীর ভাবখানা এমন যেন উনি দেশের মানুষকে খাওয়াচ্ছে! ভাষাগত দিক দিয়ে তোমাদের আরো অনেক সাবধানি হওয়া উচিৎ।


⭐ আরে ধুর কি সব বলছো, সবকিছু বন্ধ করে দেয়া, দেশকে আগের জায়গায় নিয়ে আসা এসব তো কথার কথা, রাজনীতিতে এসব বলেই থাকে, রাজনৈতিক বক্তব্যকে এতো সিরিয়াসলি নিতে যেও না।
⭐ ও আচ্ছা, আগে জানতাম যদু মধুর কথা পাত্তা না দিলেও চলে, এখন দেখি তোমার নেত্রীও সেই যদু মধুর মতোই!


⭐ শুভ তোমার সাথে কথা বলাটাই একটা বিপদ, আচ্ছা বলো দেশে আসবে কবে?
⭐ আসবো বন্ধু দেশে অবশ্যই আসবো, তবে এখনতো দেশে জাহান্নামের আগুন জ্বলছে, কিছুটা স্তিমিত হোক তখন আসবো।


⭐ দেশে আবার জাহান্নামের আগুন দেখলে কোথায়?
⭐ কেনো? আজই তো হাইকোর্টের বিচারপতি এক অ্যাটর্নি জেনারেলকে বলেছে “দেশটাকে তো জাহান্নাম বানিয়ে দিয়েছেন” তারমানে কি? তারপর আবার ওবায়দুল কাদের সাহেব বলেছে কার কার মাথায় যেনো ইউরিনিয়াম ঢেলে দেবে! আচ্ছা প্রভা ইউরিনিয়াম কি পানির মতো তরল পদার্থ নাকি কঠিন পদার্থ?


⭐ ইউরিনিয়াম কোন পদার্থ সেটা ওবায়দুল কাদের সাহেবকে জিজ্ঞেস করো গিয়ে।
⭐ রেগে গেলে বন্ধু? তোমাদের দলের সাধারণ সম্পাদক কতো অসাধারণ হালকা কথা বলে ইউরিনিয়াম সম্পর্কে একটু জেনে নিও উত্তরটা পেয়ে যাবে। সে যাক ওবায়দুল কাদের সাহেবের ইউরিনিয়াম ঢেলে দেয়া নিয়ে একটা গল্প শুনিয়ে শেষ করবো আজ।

গ্রামের এক বোকা লোক গিয়েছে বাজারে, তো আব্বাস নামের এক লোক তাঁকে জিজ্ঞেস করেছে, কি রে কি খাছ? বোকা লোকটি উত্তরে বললো ‘ পান ‘
প্রতি উত্তরে আব্বাস বললো ‘কাটলাম তোর দুই কান’
এবার বোকা লোকটি তাঁর বউকে এই কথা বলার পর তাঁর বউ তাঁকে শিখিয়ে দিলো, কাল তুমি বাজারে গিয়ে তাঁকে জিজ্ঞেস করবে তোর নাম কি? সে বলবে আব্বাস, তখন তুমি তাঁকে বলবে- তোর পেছনে দিলাম গাবগাছ।


যেই কথা সেই কাজ, কিন্তু এই বোকা গাবগাছ ভুলে গিয়ে বলে দিয়েছে ” তোর পেছনে দিলাম ঢেকিটা।
আব্বাস বলে গাধা এটা মিললো না তো!
এবার বোকা লোকটা বলে মিলুক আর না মিলুক ব্যাথা তো পাইছো???? ওবায়দুল কাদের সাহেবও আজকাল তেমনটাই শুরু করেছেন, কখনো বলে তলে তলে, আবার বলে খেলা হবে, এখন বলে ইউরিনিয়াম মাথায় ঢেলে দিবে, আমি ভাবছি পাবনা আর কতদূর??? ; ( সেলিম মোহাম্মেদ, লন্ডন ইউ কে) পর্ব -৫, চলবে, চোখ রাখুন আগামী সপ্তাহে, ১১ অক্টোবর ২০২৩.