বাংলা রিপোর্ট : বিশ্বকাপে ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচেই আফগানদের বিরুদ্ধে দাপুটে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ৭ অক্টোবর শনিবার ধর্মশালায় আফগানিস্তানকে বিধ্বস্ত করে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। সাকিবরা ৯২ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় তুলে নেন।
শনিবার ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বল করতে নামে বাংলাদেশ। দুই আফগান ওপেনার ভালো শুরু করলেও ৩৭ দশমিক দুই ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে যায়।
জবাব দিতে নেমে শুরুতে দুই উইকেট হারায় বাংলাদেশও। তিনে নামা মেহেদি হাসান মিরাজ ও চারে নামা নাজমুল শান্ত ওই ধাক্কা সামলে দলকে জয়ের পথে নিয়ে যান। জয় থেকে সামান্য দুরে থাকার সময় ফিফটি করে মিরাজ ফেরেন ড্রেসিংরুমে। কিন্তু তার আরেক সহযোগী শান্ত ফিফটি করে ম্যাচ জিতিয়ে ফেরেন। তিনি অপরাজিত থাকেন ৫৯ রানে।৫৭ রান করে ও তিন উইকেট পেয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন মিরাজ। ৭ অক্টোবর ২০২৩.