নিউজিল্যান্ডের বড় জয়ে ছিটকে পড়লো বাংলাদেশ

বাংলা রিপোর্ট : ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। সিরিজে টিকে থাকার মিশনে এই ম্যাচে জয়ের বিকল্প ছিলোনা সাকিব বাহিনীর সামনে। এমন সমীকরণে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান করে বাংলাদেশ। এর জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটের বড় জয় পায় নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৭/৮ (শান্ত ৩৩, মিরাজ ৫, লিটন ১৫, আফিফ ২৪, মোসাদ্দেক ২, ইয়াসির ৭, সাকিব ১৬, সোহান ২৫*, তাসকিন ৩, হাসান ১*; বোল্ট ৪-০-২৫-২, সাউদি ৪-০-৩৪-২, মিল্ন ২-০-১২-০, নিশাম ১-০-১২-০, ব্রেসওয়েল ৪-০-১৪-২, সোধি ৪-০-৩১-২, ফিলিপস ১-০-৮-০)।

নিউজিল্যান্ড: ১৭.৫ ওভারে ১৪২/২ (অ্যালেন ১৬, কনওয়ে ৭০*, উইলিয়ামসন ৩০, ফিলিপস ২৩*; তাসকিন ৪-০-৩৪-০, শরিফুল ৩.৫-০-৩৯-১, হাসান ৪-০-২৬-১, মিরাজ ২-০-১২-০, সাকিব ২-০-২৩-০, মোসাদ্দেক ১-০-৭-০)।

নিউজিল্যান্ডের কাছেও হারলো বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বিশাল হারই সঙ্গী হলো বাংলাদেশের। প্রথমে ব্যাট করতে নেমে ধুঁকতে ধুঁকতে ১৩৭ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।

ওপেনার শান্ত করেন ২৯ বলে ৩৩ রান। চারে নামা আফিফ ২৪ রান করতে খেলেন ২৬ বল, মারতে পারেননি কোনো বাউন্ডারি। দলে ফেরা সাকিব আল হাসানও রাখতে পারেননি অবদান।

শেষ দিকে ২ ছক্কা ও ১ চারে ১২ বলে ২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন সহ-অধিনায়ক সোহান।

জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শুরুটা করেছিল বেশ ধীরে সুস্থে।

শুরুতে ১৮ বলে ১৬ রান করে ফেরেন নিউজিল্যান্ড ওপেনার অ্যালেন। নিউজিল্যান্ড প্রথম উইকেট হারালো ২৪ রানে।

এরপর আর তেমন কোনো আশা জাগাতে পারেনি সাকিবরা।

কিউইদের জয়ে বড় অবদান রাখেন ডেভন কনওয়ে। ৬৯ রানের ইনিংস খেলেন তিনি ৫০ বলে। মারেন একটি ছক্কা ও ৭ চার। তার সঙ্গে ৮৫ রানের জুটিতে উইলিয়ামসন করেন ১ চারে ৩০ রান।

চারে নেমে দুটি করে ছক্কা-চারে ৯ বলে ২৩ রান করে দ্রুত ম্যাচের ইতি টেনে দেন গ্লেন ফিলিপস।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। ব্যাটে-বলে এদিন ব্যর্থ ছিলেন দলে ফেরা অধিনায়ক সাকিব আল হাসান।

৩৬ বলে জয়ের জন্য ৩৮ রান দরকার নিউজিল্যান্ডের

শরিফুল ইসলামের শেষ ওভারের শেষ বলটি আলতো হাতে লেগ সাইডে খেললেন ডেভন কনওয়ে। তাতে দলীয় শতরান স্পর্শ স্পর্শ করল দলটি, ৮৪ বলে।

স্রেফ এক উইকেট হারানো দলটিকে জয়ের দিকে এগিয়ে নিচ্ছেন কনওয়ে ও কেন উইলিয়ামসন। ৫৭ রানে খেলছেন কনওয়ে, উইলিয়ামসনের রান ২৪। দুইজনের জুটি পঞ্চাশ ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে আরও।

দলের জন্য নিউ জিল্যান্ডের চাই ৩৬ বলে ৩৮ রান।

উইলিয়ামসন-কনওয়ে জুটির পঞ্চাশ

শুরুতে উইকেট হারানোর ধাক্কা নিউ জিল্যান্ড কাটিয়ে উঠেছে কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ের জুটিতে। একাদশ ওভারে দ্বিতীয় উইকেটে দুইজনের জুটির রান পঞ্চাশ ছুঁয়েছে, ৩৯ বলে।

জুটিতে অগ্রণী কনওয়ে করেছেন ২০ বলে ৩০ রান। উইলিয়ামসনের অবদান ১৯ বলে ২০ রান।

নিউজিল্যান্ডের প্রথম উইকেটের পতন

বাংলাদেশ ইনিংসে প্রথম ছক্কা দেখতে অপেক্ষা করতে হয়েছিল ১৯তম ওভার পর্যন্ত। নিউজিল্যান্ড ইনিংসে সেটি দেখা গেল চতুর্থ ওভারেই। শরীফুলের লেগ স্টাম্পের ওপর ফুললেংথের বলটি ফ্লিক করে দারুণ টাইমিংয়ে স্কয়ার লেগের বাইরে পাঠিয়েছেন অ্যালেন।

৯৬ মিটার লম্বা ছক্কার পর আবার ঘুরিয়ে খেলেছিলেন অ্যালেন। এবার লেংথ ছিল শর্ট, অ্যালেন ধরা পড়েছেন স্কয়ার লেগে নাজমুলের হাতে। ১৮ বলে ১৬ রান করে ফিরেছেন নিউজিল্যান্ড ওপেনার। নিউজিল্যান্ড প্রথম উইকেট হারালো ২৪ রানে।

বাংলাদেশের পুঁজি ১৩৭

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ধুঁকতে ধুঁকতে গেছে ১৩৭ রান পর্যন্ত গেছে বাংলাদেশ।

ওপেনার শান্ত করেন ২৯ বলে ৩৩ রান। চারে নামা আফিফ ২৪ রান করতে খেলেন ২৬ বল, মারতে পারেননি কোনো বাউন্ডারি। দলে ফেরা সাকিব আল হাসানও রাখতে পারেননি অবদান।

শেষ দিকে ২ ছক্কা ও ১ চারে ১২ বলে ২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন সহ-অধিনায়ক সোহান।

বাংলাদেশের সংক্ষিপ্ত স্কোর: ২০ ওভারে ১৩৭/৮

১৬ বলে ১৬ রান করে ফিরলেন সাকিব

বড় শটের চেষ্টা সফল হচ্ছে না কোনোভাবেই। সাউদির স্লোয়ারে অমন শট খেলতে গিয়ে কাভারে ক্যাচ তুললেন সাকিব। বাংলাদেশ অধিনায়ক ফিরেছেন ১৬ বলে ১৬ রান করেই। ২ ওভার বাকি থাকতে অষ্টম উইকেট হারিয়েছে বাংলাদেশ।

বোল্ড হয়ে ফিরেছেন আফিফ

ফুল, স্ট্রেইট, কুইক—ট্রেন্ট বোল্টের এমন ডেলিভারির কোনো জবাব ছিল না আফিফ হোসেনের কাছে। ২৬ বলে ২৪ রান করে বোল্ড হয়ে ফিরেছেন আফিফ। সাকিবের সঙ্গে তার জুটিতে উঠেছে ২০ বলে ২৪ রান।

তৃতীয়বারের মতো সাতে সাকিব

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে মাত্র তৃতীয়বার সাতে ব্যাটিং করতে এলেন সাকিব আল হাসান। এর আগে ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে দুবার এত নিচে ব্যাটিং করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।

প্রথম ম্যাচে বিশ্রামে থাকার পর আজ দলে ফিরেছেন সাকিব। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ছিলেন না সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজেও, তখন সিপিএলে খেলছিলেন তিনি।

ফিরলেন ইয়াসির

একের পর এক উইকেট হারাচ্ছে বাংলাদেশ। এবার বিদায় নিলেন আগের ম্যাচে দারুণ খেলা ইয়াসির আলি চৌধুরি।

মাইকেল ব্রেসওয়েলকে আগের বলেই কাট শটে বাউন্ডারি মারেন ইয়াসির। পরের বলটি ছক্কায় ওড়ানোর চেষ্টা করেন তিনি। কিন্তু মাঝ ব্যাটে খেলতে পারেননি ডানহাতি ব্যাটসম্যান। মিডউইকেটে ধরা পড়েন অ্যাডাম মিল্নের হাতে।

পাকিস্তানের বিপক্ষে ২১ বলে ৪২ রান করা ইয়াসির আউট হলেন ১ চারে ৯ বলে স্রেফ ৭ রান করে।

সোধির ১০১তম উইকেট মোসাদ্দেক

টাইমিং বা প্লেসমেন্ট—কিছুই ঠিক ছিল না মোসাদ্দেকের। ইস সোধির ওপর চড়াও হতে গিয়ে ওয়াইড মিড অনে নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসনের হাতে ধরা পড়েছেন তিনি ৪ বলে ২ রান করেই। ১৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

শেষ হলো শান্তর লড়াই

বাংলাদেশের ইনিংস টানছিলেন নাজমুল হোসেন শান্ত। এই ওপেনারকেও এবার হারাল তারা। ৪টি চারে ২৯ বলে ৩৩ রান করে আউট হলেন দলে ফেরা বাঁহাতি ব্যাটসম্যান।

ইশ সোধিকে বেরিয়ে এসে উড়িয়ে মারেন শান্ত। কিন্তু সীমানা পার করতে পারেননি। ধরা পড়েন লং অফে ফিল্ডার মার্ক চ্যাপম্যানের হাতে।

পরপর দুই ওভারে উইকেট হারাল বাংলাদেশ। ৯ ওভার শেষে তাদের রান ৩ উইকেটে ৫৯।

এখন আফিফের সঙ্গী মোসাদ্দেক হোসেন।

ব্রেসওয়েলের প্রথম ওভারেই নেই লিটন

অষ্টম ওভারে প্রথমবারের মতো আক্রমণে স্পিন, এবং সাফল্য। মাইকেল ব্রেসওয়েলকে জায়গা বানিয়ে খেলতে গিয়েছিলেন লিটন, তবে গতি বুঝে উঠতে পারেননি। লেগ সাইডে টেনে খেলতে গিয়ে সরাসরি ক্যাচ দিয়েছেন বোলারের হাতেই। লিটন ফেরার আগে ১৬ বল খেলে করেছেন ১৫ রান, মেরেছেন ২টি চার। আগের ওভারে নিশামকে টেনে মিড অফের ওপর দিয়ে দারুণ টাইমিংয়ে একটি চার মেরেছিলেন তিনি।

লিটন ও নাজমুলের দ্বিতীয় উইকেট জুটিতে উঠেছে ৪১ রান, ৩৫ বলে। 

পাওয়ারপ্লেতে ৪১ রান

স্কুপ করে লিটনের মারা চারে শুরু হয়েছিল পাওয়ারপ্লের শেষ ওভার। চতুর্থ বলে কাট করে আরেকটি মেরেছেন নাজমুল। শুরুতে নড়বড়ে থাকা নাজমুলের টাইমিংয়ে আপাতত উন্নতির লক্ষণ। সাউদির তৃতীয় ওভারে উঠেছে ১১ রান, ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৪১ রান। এ সময়ে বাউন্ডারি এসেছে ৫টি, সবকটিই চার।

লিটনের নতুন জীবন!

শূন্য রানেই ফিরতে পারতেন লিটন দাস। কিন্তু তার ক্যাচ মুঠোয় জমাতে পারলেন না কাভারে জিমি নিশাম। জীবন পেলেন তিনি।

ট্রেন্ট বোল্টের করা তৃতীয় ওভারের শেষ বলটি কাভার ড্রাইভ করে মাটিতে রাখতে পারেননি লিটন। উড়ে যাওয়া বল ধরে ঝাঁপিয়ে পড়ে ধরতে পারেননি নিশাম।

৩ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ১৯।

দ্বিতীয় ওভারেই ভাঙলো ওপেনিং জুটি

টিম সাউদির বলে মিসটাইমিংয়ে কাভারে ক্যাচ তুলেছিলেন, তবে সূর্যের আলোয় সেটি বুঝতেই পারেননি মাইকেল ব্রেসওয়েল। ক্যাচ হতে পারত, হয়েছে চার। মিরাজ অবশ্য বেশিক্ষণ ঝামেলায় ফেলতে পারেননি নিউজিল্যান্ডকে। এক বল পরই মিডঅনে ক্যাচ তুলে ফিরেছেন তিনি। ৫ বলে ৫ রান করেছেন আজ। বাংলাদেশের ওপেনিং জুটি আজ টিকল ১.৪ ওভার, তাতে উঠেছে ১২ রান।

ওপেনিংয়ে মিরাজ ও নাজমুল

সাব্বির রহমানকে বাদ দেওয়াতে আরেকটি নতুন ওপেনিং জুটি বাংলাদেশের। মিরাজের সঙ্গে এসেছেন দলে ফেরা নাজমুল। সর্বশেষ ৮ ম্যাচে বাংলাদেশের এটি পঞ্চম ওপেনিং জুটি।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাজমুল হোসেন।

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ সময় রোববার (৯ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটে শুরু হয় ম্যাচটি। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

গত শুক্রবার পাকিস্তানের বিপক্ষে কোনোরকম লড়াই-ই করতে পারেনি বাংলাদেশ। প্রতিপক্ষকে ১৬৭ রানে আটকে দিয়ে লিটন-আফিফরা হারে ২১ রানে।

ম্যাচের পর ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান সোহানের কণ্ঠে ঝরে হতাশা। তার কথায় ফুটে ওঠে এখনও অনেক জায়গায় ঘাটতির বিষয়টি। বারবারই বলেন উন্নতি করার তাড়নার কথা।

ক্রাইস্টচার্চে আজ সেই ঘাটতিগুলো পূরণের লক্ষ্য নিয়ে নিউ জিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ।

বাংলাদেশ দলে তিন পরিবর্তন

আগের ম্যাচ থেকে তিনটি পরিবর্তন আনা হয়েছে এই ম্যাচে। বাদ পড়েছেন নাসুম, সাব্বির ও মোস্তাফিজ। তাদের জায়গায় একাদশে ফিরেছেন সাকিব, শান্ত ও শরিফুল।

নিউ জিল্যান্ড একাদশে পরিবর্তন একটি

পাকিস্তান ম্যাচের একাদশ থেকে বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের জন্য একটি পরিবর্তন এনেছে নিউ জিল্যান্ড। একাদশে ফিরেছেন পেসার অ্যাডাম মিল্ন। বাদ পড়েছেন ব্লেয়ার টিকনার।

৯ অক্টোবর ২০২২. নিউজ সূত্র ৭১