নতুনকুঁড়ি একাডেমি’র ৫ম বর্ষপুর্তি উদযাপন

বাংলা রিপোর্ট : নতুনকুঁড়ি একাডেমি’র ৫ম বর্ষপুর্তি উদযাপন করা হয়েছে।

আজ ১ অক্টোবর রোববার সকাল ১১ টায় চাঁদপুর জোলাধিন মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও নতুনকুঁড়ি একাডেমি প্রাঙ্গণে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুনকুঁড়ি একাডেমি ৫ম বর্ষ উদযাপন করা হয়েছে।

এসময় শতাধিক কচি-কাচা শিশুদের সাথে নিয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠানের পাঁচ বছর পুর্তি ( জন্মদিন) পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, একাডেমির পরিচালক সাংবাদিক এ এম ইদ্রিস খান, একাডেমির প্রধান শিক্ষক আবদুর রব, ড্রিম বাংলাদেশের চেয়ারম্যান ফারুক খান, ড্রিম বাংলাদেশের সমন্নয়ক নেয়ামত খান, সহকারী শিক্ষক নাদিয়া আক্তার, শেফালী আলপনা, তানিয়া আক্তার হ্যাপী, জান্নাতুল ফেরদৌস, নাসরিন আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন, নতুনকুঁড়ি একাডেমির অভিভাবক ও শিক্ষার্থীরা। ১ অক্টোবর ২০২৩.