জাকির হোসাইন কামাল
আজ শুরু হলো দিন গুনবার দিন – কাউন্ট ডাউন! এতোটা বছর বৎসর গুনেছি।—
আজ আমার ৫৮ বৎসর পূর্ণ হলো। ১৯৮৯ সালের ডিসেম্বরের ২০ তারিখ দু-চোখ ভরা স্বপ্ন নিয়ে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগ দিয়ে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে নিজেকে প্রস্তুত করতে থাকি। যদিও ২০০৭ সাল থেকে কার্যত ও ২০০১১ সাল থেকে কাগজে কলমে ওএসডি হয়ে একরকম বিস্ময়কর অবসর জীবন যাপন করছি, বিধি অনুযায়ী আজ থেকে ৩৬৫ দিন পর আমার পিআরএল শুরু। তাই প্রতিটি দিন অতিক্রম করে পিআরএল কে স্পর্শ করতে এই দিন গুনা শুরু।
“বুকে জমাট বাঁধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান”!
আজ জীবনের এই পড়ন্ত বেলায় প্রিয় মানুষদের কাছ থেকে পাওয়া এ-তো এত্তো “জন্মদিনের শুভেচ্ছা” আমাকে কৃতজ্ঞতা বন্ধনে আবদ্ধ করেছে। আমি অভিভূত, আপ্লূত ও ধন্য। সবার ভালোবাসায় আমি মুগ্ধ ও কৃতজ্ঞ। সব্বাইকে ধন্যবাদ ও অফুরান শুভকামনা।
দিন গুনতে গুনতে ৩৬৫ দিন পর চাকরি হতে কিংবা যে কোন দিন পৃথিবী থেকে বিদায় নিয়ে অবসরে যাবো- এটাই বাস্তব ও চরম সত্য। তবু্ও চলার পথে জেনে কিংবা না জেনে অনেক ভুল করেছি, অনেকের মনেই আঘাত দিয়েছি। আমি নিঃশর্ত ক্ষমা প্রার্থী।
ছোট্ট সংসারের প্রিয়জনদের আগ্রহে ও আয়োজনে আজ সুন্দর স্বর্ণালি সন্ধায় কেক কাটতে হলো, কাটলাম! যদিও জ্যেষ্ঠ সন্তান স্বর্ণাভ ও আপনাদের সান্নিধ্য মিস্ করেছি!! ;
২২ মার্চ ২০২২.